• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দেশে কুরবানি পশুর কোন ঘাটতি নেই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান বলেছেন, দেশে কুরবানি পশুর কোন ঘাটতি নেই; পর্যাপ্ত পশু রয়েছে। এবার দেশি পশু দিয়েই কুরবানি হবে। রোববার দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব‍্য করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  আব্দুর রহমান বলেন, গবাদি পশু উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ। তাই বাইরে থেকে পশু আমদানির কোন প্রয়োজন নেই। দেশে কোরবানিতে পশুর চাহিদা আছে ১ কোটি ৭ লক্ষ, যেখানে আমাদের প্রস্তুতি আছে ১ কোটি ৩০ লক্ষ পশু। যা চাহিদার তুলনায় অনেক বেশি। কর্মশালায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

মন্ত্রী আরও বলেন, রাতের অন্ধকারে চোরাই পথে কিছু গবাদিপশু দেশে ঢুকছে, সীমান্ত রক্ষাকারী বাহিনী তা বন্ধের চেষ্টা করছে। রাষ্ট্র কোনোভাবেই কোরবানির জন্য কাউকে পশু আমদানি করার বৈধতা দেয়নি। চোরাচালানের মাধ্যমে যারা দেশে পশু আনছে তারা অবৈধ বলে বিবেচিত হবে। মন্ত্রী কর্মশালায় উপস্থিত বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, তারা দেশের সম্পদ, তাদের গবেষণার কারনে দেশের প্রান্তিক খামারি ও কৃষি খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন প্রকল্পের প্রধানগণ ও  বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ।