• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

কেরানীগঞ্জে রাজউকের অভিযান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

ঢাকার কেরানীগঞ্জে নকশা বহির্ভূত ও অনুমোদন বিহীন ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (১০ জুন) উপজেলার হাসনাবাদ এলাকায় বিকেলে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় নুরুল আমিন এর মালিকানাধীন লুবনা টাওয়ার নামের একটি দশ তলা বিল্ডিং এর বর্ধিত অংশ ভেঙে ফেলার মুচলেকা নিয়ে তাকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে এর পার্শ্ববর্তী জব্বার শেখের নির্মাণাধীন একটি ভবনের অনুমোদন না থাকায় ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি ভবনের কলামের রড কেটে ফেলা হয়। পরবর্তীতে অনুমোদন নিয়ে পুনরায় ভবন নির্মাণের শর্তে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভিযানকালে রাজউকের ৭/২ অথরাইজড অফিসার মেহেদী হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।