• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পাকা ঘর পাচ্ছেন পানছড়ি ৭১ পরিবার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

হবিগঞ্জের চুনারুঘাট পানছড়ি আশ্রয়ণ প্রকল্পের ৭১ পরিবার পাচ্ছেন পাকা ঘর। সোমবার (১০ জুন) বিকেল ৩টায় চুনারঘাট উপজেলা সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন, ইউএনও আয়েশা আক্তার। তিনি জানান, মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ণ প্রকল্পের ৭১টি পরিবারকে পাকা ঘর উপহার দেবেন।

তিনি বলেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে ঘরগুলো নির্মাণ করা হবে। ইতিমধ্যে পাকা ঘরের ১৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও আয়শা আক্তার আরো বলেন, পানছড়ি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ইতিমধ্যে জরাজীর্ণ হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে অনেক ঘর। গৃহহীনরা খুবই খুশি। এ সময় উপস্থিত ছিলেন পিআইও প্লাবন পালসহ স্থানীয় সাংবাদিকরা।