• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পদ্মার চরে চার রাসেলস ভাইপারকে পিটিয়ে মারল কৃষকরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ জুন ২০২৪  

নাটোরের লালপুরে পদ্মার চরের নসারা গ্রামের মাঠে চারটি রাসেলস ভাইপার সাপকে পিটিয়ে মেরেছে কৃষকরা। শনিবার (২২ জুন) দুপুরে বাদাম তোলার সময় কৃষকরা মাঠে একটি বড় ও তিনটি বাচ্চা সাপ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে পাশের জমিতে কাজ করা লোক জন এগিয়ে এসে সাপগুলোকে পিটিয়ে মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে চরের লোকজন বাদাম তুলতে যায়।

এক পর্যায়ে তারা একটি রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ দেখতে পায়। এ সময় ওই জমিতে কাজ করা কৃষকের চিৎকারে আশে পাশের কৃষকরা এগিয়ে এসে সাপটিকে পিটিয়ে মারেন। সে সময় সাাপটির সাথে আরো তিনটি বাচ্চা দেখতে পেয়ে সেগুলোকেও পিটিয়ে মেরে ফেলেন। তবে কৃষকরা জানান, সাপটি যে এত ভয়ঙ্কর বিষ বহন করে তা তারা জানতেন না। মেরে ফেলার পরে তারা জানতে পারেন এগুলো বিষাক্ত রাসেলস ভাাইপার বা চন্দ্রবোড়া সাপ। এ ঘটনায় চরের মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সুরুজ্জামান শামিম বিষয়য়টি শুনে আতংকিত না হয়ে কৃষকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেন।