• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বিশ্ব ইজতেমার জন্য তুরাগে সেনাবাহিনীর সাতটি ভাসমান ব্রিজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

ইজতেমা সামনে রেখে তুরাগে ভাসমান ব্রিজ স্থাপন করেছে সেনাবাহিনীর সদস্যরা বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে টঙ্গীর তুরাগ নদীর ওপর বাংলাদেশ সেনাবাহিনী সাতটি ভাসমান ব্রিজ তৈরি করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার্সের সার্বিক তত্ত্বাবধানে গত ৪ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনীর সদস্যরা ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে এই ব্রিজ তৈরির কাজ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনকল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও সেনাবাহিনীর পক্ষ থেকে বিশ্ব ইজতেমা এলাকায় এসব ভাসমান ব্রিজ স্থাপন করা হয়।