• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ভুয়া পরিদর্শক দিয়ে পরীক্ষা গ্রহণ, প্রধান শিক্ষকের লাখ টাকা জরিমান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভুয়া পরিদর্শক দিয়ে পরীক্ষা নেওয়ায় গত বুধবার ওই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আলী হায়দারকে ১ লাখ টাকা জরিমানা ও তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ওই স্কুলের প্রধান শিক্ষক আলী হায়দার কেন্দ্র সচিব হিসেবে শফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম নামে দুই ভুয়া শিক্ষককে কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ দেন। এরপর ওই দুই শিক্ষক পরীক্ষার্থীদের নকলে সহায়তা করতে থাকে। পরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র পরিদর্শক বিষয়টি জানতে পেরে ওই দুই ভুয়া কক্ষ পরিদর্শককে চ্যালেঞ্জ করলে তারা দুজনই পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আলী হায়দারকে এক লাখ টাকা জরিমানা করেন এবং একই সঙ্গে কেন্দ্রের সচিবের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন।