• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ধেয়ে আসছে ফণি, আল্লামা শফী’র বিশেষ মোনাজাত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মে ২০১৯  

ঘূর্ণিঝড় ‘ফণি’র তাণ্ডব থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বিশেষ মোনাজাত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

বৃহস্পতিবার কুমিল্লার চান্দিনা উপজেলার আল-মাদরাসাতুল ইসলামিয়া দারুল উলুম মাঠে ইসলামি সম্মেলনে তিনি এই বিশেষ মোনাজাত করেন।

আল্লামা শফী বলেন, বিভিন্ন মিডিয়ায় শুনেছি, শক্তিশালী ঘূর্ণিঝড় ভারতে আঘাত হানার পর সেটি নাকি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। আপনারা সবাই আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেন। আল্লাহ যাতে আমাদের মোনাজাত কবুল করেন।

বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, ফণি বর্তমানে পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় ফণি শুক্রবার সন্ধ্যার দিকে খুলনা উপকূল হয়ে বাংলাদেশে আঘাত হানবে। এ সময় সামুদ্রিক জলোচ্ছ্বাসসহ ১০০-১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্মুখীন হবে। এদিন সারারাত পুরো বাংলাদেশ ঘূর্ণিঝড়ের আওতায় থাকবে।