• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

পটুয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মে ২০১৯  

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পটুয়াখালীর চারটি গ্রাম।

শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ফণি বাংলাদেশে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০ থেকে ১শ’ কিলোমিটার। এর প্রভাবে ১৯টি উপকূলীয় জেলায় ৪ থেকে ৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

এরইমধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রামকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।