• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

র‌্যাব হেফাজতে ৩ কর্মকর্তা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ মে ২০১৯  

রাজধানীর উত্তরায় এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ১ লাখ পিস ইয়াবা পাচারের ঘটনায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে র‌্যাব। 

রোববার রাত ১১টার দিকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর টিকাটুলীর র‌্যাব কার্যালয়ে নেয়া হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।  

র‌্যাব হেফাজতে নেয়া তিন কর্মকর্তা হলেন- নির্বাহী পরিচালক আব্দুস সালাম, উত্তরা শাখার ম্যানেজার মোস্তফা ও সহকারী ম্যানেজার খসরু জামান।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, এসএ পরিবহনের মাধ্যমে কক্সবাজার থেকে রোববার বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় আনা হচ্ছে বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল এদিন দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরে অবস্থিত এসএ পরিবহনের সামনে অবস্থান নেয়। 

তিনি জানান, দুই ইয়াবা ব্যবসায়ী কাশেম (৩১) ও মোরশেদ আলী (৩৩) চালানটি নেয়ার সময় এক লাখ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি কক্সবাজারে বলে জানায়। 

আটক ব্যক্তিরা জানায়, তারা এর আগেও একাধিকবার কক্সবাজার থেকে বড় কার্টুনে করে বিভিন্ন পণ্য সামগ্রীর আড়ালে ইয়াবার চালান এনেছে। এ জন্য এসএ পরিবহন ছাড়াও অন্যান্য কুরিয়ার সার্ভিস ব্যবহার করতো। পাশপাশি তারা আকাশ পথেও পার্সেলের আড়ালে ইয়াবা চালান করতো।

এদিকে র‌্যাবের একজন কর্মকর্তা জানান, এর আগেও এসএ পরিবহনের মাধ্যমে ইয়াবা আনা কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, এই প্রতিষ্ঠানের কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র‌্যাবের কাছে তথ্য রয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করতে এসএ পরিবহনের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেয়া হয়েছে।