• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

অ্যাস্বুলেন্সে মিলল কিশোরের লাশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জুন ২০১৯  

ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে দুর্ঘটনায় নিহত এক কিশোরের লাশ গোপনের চেষ্টা করছিল একটি কুচক্রী মহল। তবে রোববার ভোরে হাসপাতালের সামনে প্রাইভেট অ্যাম্বুলেন্স থেকে সেই লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হৃদয় (১৭) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বানিয়া মন্দিরপাড়া এলাকার সত্যেনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চিলারং নেকড়ী হাট এলাকায় বালিয়াডাঙ্গী মহাসড়কে মাইক্রোবাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের হেলপার হৃদয় (১৭) ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গেলে মাইক্রোবাস ও পাওয়ার টিলার পড়ে থাকতে দেখে। তবে হতাহত কাউকে তখন পাওয়া যায়নি। এ সময় পুলিশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গেলেও কোনো খোঁজ পায়নি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হাসপাতালের বাইরে প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলোতে অভিযান চালিয়ে সুরভী নামে একটি অ্যাম্বুলেন্স থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনার বিষয়টি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল পায়তারা করছে বলে ওই অ্যাম্বুলেন্সের চালক স্বীকার করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক আহমদ জানান, দুর্ঘটনা ও মরদেহ গোপনের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ।