• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

একসঙ্গে দুলালীর ঘরে এলো চার ‘দুলালী’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জুন ২০১৯  

গাইবান্ধা সাঘাটা উপজেলায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন দুলালী বেগম নামের এক গৃহবধূ। চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।

শনিবার রাতে শহরের কলেজ রোডের গাইবান্ধা ক্লিনিকে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। দুলালী বেগম ওই উপজেলার বোনারপাড়া ইউপির শিমুলতাইড় গ্রামের ভ্যানচালক শাহ আলমের স্ত্রী।

গাইবান্ধা ক্লিনিকের ডা. একরাম হোসেন বলেন, সন্ধ্যায় দুলালী বেগম পেটের ব্যাথা নিয়ে ক্লিনিকে ভর্তি হয়। আলট্রাসনোগ্রাফি করে ধারণা ছিল তিনটি সন্তান হবে। পরে সিজার করে চার সন্তান জন্ম নেয়। মা ও নবজাতকরা সুস্থ আছে।

একরাম বলেন, আমাদের ক্লিনিকে একসঙ্গে চার সন্তানের জন্ম এটাই প্রথম। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাচ্চাগুলোকে দেখতে ক্লিনিকে ভিড় জমায়।

মিলন মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি জানান, দুলালীর স্বামী শাহ আলম একজন ভ্যানচালক। তাদের আরো তিন সন্তান আছে। তার মধ্যে বড় মেয়ে অষ্টম, মেজ মেয়ে চতুর্থ ও ছেলে প্রথম শ্রেণিতে পড়ে।