• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

রমজানে মুসলিম-অমুসলিমদের সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ মে ২০১৯  

পবিত্র মাহে রমজানে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ‘ডেট্রয়েটে’র মুসলিম-অমুসলিমরা এক সঙ্গে সাহরি গ্রহণ করে সম্প্রীতির এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ সাহরি গ্রহণ উৎসবকে নানা ধর্মের মানুষ সৌহাদ্য ও সম্প্রীতি স্থাপনের দৃষ্টান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন। সাহরি অনুষ্ঠানে হাজার হাজার মুসলিম ও অমুসলিমরা অংশগ্রহণ করেছেন।

আয়োজকরা জানান, মুসলিমদের সাহরি উৎসবে সমাজের বিভিন্ন শ্রেণী ও ধর্মের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরির উদ্দেশ্যে এ আয়োজন। এর ফলে ডেট্রয়েট শহরসহ বেশ কিছু শহরের অনেক মুসলিম ও অমুসলিমদের মাঝে সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে।

সাহরি উৎসব উপলক্ষে অনুষ্ঠানস্থলে মধ্যপ্রাচ্য ও কানাডার বিভিন্ন খাদ্যসামগ্রীসহ ২২টি দোকানে উপস্থাপন করা হয়েছে। গত সপ্তাহে প্রায় ১০ হাজার দর্শনার্থী এ উৎসবে অংশগ্রহণ করেন।