• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা দেখাতে দেখাতে ক্ষেপে গেল ডলফিন, তুলে আছাড় মারল প্রশিক্ষককে!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২  

ডলফিনকে সাধারণত নিরীহ প্রাণী হিসেবেই আমরা সবাই জানি৷ দর্শকদের সামনে প্রশিক্ষকদের ইশারায় ডলফিনের নানা ধরনের কসরত এবং জলকেলির দৃশ্য দেখেও মুগ্ধ হই আমরা৷ কিন্তু সেই ডলফিনও যে মেজাজ হারিয়ে নিজের প্রশিক্ষককেই আক্রমণ করতে পারে, তা কি কেউ ভেবেছিলেন?

যুক্তরাষ্ট্রের মায়ামির একটি সি অ্যাকোরিয়ামে এমনই ঘটনা ঘটেছে৷ মেজাজ হারিয়ে খেলা দেখানোর সময় দর্শকদের সামনেই নিজের প্রশিক্ষককে আক্রমণ করে বসে ডলফিনটি৷ পানির মধ্যেই ওই মহিলা প্রশিক্ষককে কার্যত তুলে আছাড় মারে ডলফিনটি৷যদিও তার আঘাত গুরুতর নয় বলেই খবর৷

ঘটনার ভিডিও টুইট করেছে পশুপ্রেমীদের সংগঠন পেটা৷ এই ঘটনার ভিডিও শেয়ার করেছে তারা৷ ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ এই ভিডিও পোস্ট করে ফের একবার ডলফিনদের দিয়ে এই ধরনের সি অ্যাকোরিয়ামে খেলা দেখানোর বিরোধিতা করেছে পেটা৷ ডলফিনদের বদ্ধ জায়গায় না রেখে নিকটবর্তী সমু্দ্রে ছেড়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে৷

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রশিক্ষক ওই মহিলাকে রীতিমতো তেড়েফুঁড়ে আক্রমণ করছে ডলফিনটি৷ ক্রমাগত তাঁকে ঠেলতে থাকে ওই ডলফিনটি৷ নিজেকে বাঁচাতে কোনওক্রমে সাঁতরে জলাশয়ের পাড়ে চলে আসেন ওই প্রশিক্ষক৷ সঙ্গে সঙ্গেই ওই মহিলা প্রশিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

বিবৃতিতে ওই সি অ্যাকোরিয়াম কর্তৃপক্ষ জানায়, আক্রমণকারী ডলফিনটির নাম সানডান্স৷ বিবৃতিতে দাবি করা হয়েছে, নিজের প্রশিক্ষকের সঙ্গে জলের মধ্যেই আচমকা ধাক্কা লেগে যায় ডলফিনটির৷ এর পরেই সেটি নির্ধারিত খেলা না দেখিয়ে আচমকা মেজাজ হারায়৷ হঠাৎ ধাক্কা লাগার কারণেই ডলফিনটি এই ধরনের আক্রমণ চালায় বলে দাবি করা হয়েছে৷ এই ঘটনার পর ফের একবার ডলফিনের মতো প্রাণীদের বন্দি করে রেখে খেলা দেখানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷