• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

স্ত্রীর সরকারি চাকরিতে বাধা দিতে হাত কেটে নিলেন স্বামী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ জুন ২০২২  

সরকারি হাসপাতালে নার্স পদে চাকরি পেয়েছেন স্ত্রী। চাকরিতে যোগ দিলে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন এমন আশঙ্কায় স্ত্রীর হাত কেটে নিয়েছেন স্বামী। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পূর্ব কেতুগ্রাম এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, স্ত্রী রেণু খাতুন বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের অভিযোগ, অভিযুক্ত শরিফুল শেখ দীর্ঘদিন ধরে বেকার থাকায় হীনমন্যতায় ভুগছিলেন।

জানা যায়, ২০১৭ সালের অক্টোবর মাসে রেণু খাতুনের সঙ্গে শরিফুল শেখের বিয়ে হয়।

রেণু খাতুনের বাবা আজিজুল হক বলেন, “মেয়ে আমাদের বলছিল ওকে চাকরি করতে দেবে না জামাই। এমনকি মেয়ের ওপর চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ির লোকজন।”

তিনি আরও বলেন, “আমার মেয়ে সরকারি চাকরির সুযোগ ছাড়তে চায়নি। কিন্তু ওরা এমন করবে তা কখনোই ভাবিনি। রেণু যখন শুয়ে পড়েছিল তখন দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তার ওপর চড়াও হয় শরিফুল। ধারালো অস্ত্র দিয়ে রেণুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়।”

তিনি জানান, রেণুর চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভাঙে। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায়  সরকারি নার্সিং চাকরির প্যানেলভুক্ত হয়েও কেতুগ্রামের রেণু খাতুনের চাকরি করা এখন অনিশ্চিত।

এদিকে ঘটনার পর থেকে পলাতক শরিফুল শেখ ও তার পরিবারের সদস্যরা। কেতুগ্রাম থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।