• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ মে ২০২২  

মানিকগঞ্জ জেলা শহরে পুকুরে গোসল করতে নেমে উম্মে খাইরুন ফাতেমা নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বিজিএমই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।


বৃহস্পতিবার (৫ মে) দুপুরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম-সংলগ্ন পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমা মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার সিঙ্গাপুর প্রবাসী নুরুল ইসলাম লিটনের মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে ফাতেমা সবার বড়। তার ছোট বোন শারমীন দশম শ্রেণীতে আর একমাত্র ভাই আশরাফুল ইসলাম তাসিন মুন্নু ষষ্ঠ শ্রেণিতে পড়ে। লিটন প্রবাসী হওয়ায় সন্তানদের লেখাপড়ার জন্য তাদের নিয়ে জেলা শহরের বেউথা সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন তার স্ত্রী।


নিহতের চাচা কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম বলেন, ফাতেমা আমার চাচাতো ভাইয়ের মেয়ে। ভাবী তার সন্তান নিয়ে জেরা শহরের একটি ভাড়া বাসায় থাকেন। ওইদিন ২টার দিকে ওরা তিন ভাই-বোনসহ পরিবারের ১০ জন মিলে স্টেডিয়ামের পুকুরে গোসল করতে যান। এ সময় হঠাৎ করে ফাতেমা নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর পুকুরের ঘাটলার সিঁড়ির ওপর পানিতে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা ফাতেমাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ফাতেমা সাঁতার জানতো। হয়তো ক্লান্ত হয়ে পানিতে ডুবে গিয়ে আর উঠতে পারেনি।