• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

মানিকগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২  

মানিকগঞ্জে আরিফ শিকদারকে হত্যা মামলায় আসামি হৃদয়কে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছে দায়রা জজ আদালত।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে এই আদেশ দেন সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার। আসামি এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়ার গ্রামের ফকির পাড়ায়।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ মে সকাল ৯টায় সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে পূর্বশত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে। এই সময় আশপাশের লোকজন শব্দ পেয়ে এগিয়ে এসে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে।

তদন্ত শেষে সাটুরিয়া থানার এস আই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই আদেশ দেন।