• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২  

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ।


আটককৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিনোদপুর গ্রামের মো. লিটন মিয়া (৪০) ও গোবিন্দল গ্রামের লিটন (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মো. মাহবুব আলম। অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করা হয়। হেরোইনের আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। আটককৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।