• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সিংগাইরে মর্নিং গ্লোরি মডেল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা মর্নিং গ্লোরি মডেল স্কুল এর বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চস্থ হয়েছে নাটক ‘ খায়রুন সূন্দরী।’


শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযোজনায় গত শুক্রবার (১০ ফেব্রয়ারী) সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশ গ্রহণে কালজয়ী এ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির মাধ্যমে গ্রাম বাংলার প্রতিচ্ছবি ফুটে ওঠে। আগত দর্শকদের আবেগ ও করতালি ছিল চোখের পড়ার মত। নাটক মঞ্চস্থ হওয়ার পূর্বে শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়।

এর আগে বিকেল সাড়ে ৩ টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন- ঢাকাস্থ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের (বিভাগীয় প্রধান) সহকারি অধ্যাপক তামজিদা খাতুন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, সিংগাইর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সহিদুল ইসলাম সরকার, মর্নিং গ্লোরি মডেল স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন ও প্রধান শিক্ষক মো. মাসুদ আহমেদ প্রমুখ। সবশেষে রাত ১০ টায় আর্কষনীয় র‌্যাফ্রেল ড্র অনুষ্ঠিত হয়।