• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে বেইলি ব্রিজের পাটাতনে ধস, দুর্ঘটনার শঙ্কা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজার সংলগ্ন ইছামতী নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটির পাটাতনে ধস দেখা দিয়েছে।

ঝুঁকিপূর্ণ সেতু হয়ে ঝিটকা থেকে মানিকগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকরা দুর্ঘটনার আশঙ্কা করছেন।

সরেজমিনে দেখা গেছে, বেইলি ব্রিজটির মাঝে স্টিলের তিনটি পাটাতন নড়বড়ে হয়ে পড়েছে। ফলে সেতুর উপর দিয়ে যান চলাচলের সময় বিকট শব্দ হচ্ছে।

নড়বড়ে পাটাতনগুলোর মধ্যে একটি বেশি ঝুঁকিপূর্ণ। ইজিবাইক, ট্রাক, পিকআপ, সিমেন্ট বোঝাই যানবাহন, মাহিন্দ্র, কাকড়া গাড়ি, নসিমন, করিমন সেতুতে উঠলেই যানবাহনসহ পাটাতনটি এক পাশে কাত হয়ে যায়।

এতে পাটাতনটি ধসে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এর পাশেই একটি নতুন ব্রিজের নির্মাণ কাজ চলমান রয়েছে।

স্থানীয়রা জানায়, বেইলি ব্রিজটি ২৫-৩০ বছর আগে নির্মিত। তবে কয়েক মাস ধরে কয়েকটি পাটাতন নড়বড়ে হয়ে গেছে। বছর খানেক আগেও একবার একটি পাটাতন মেরামত করেছিল কর্তৃপক্ষ।

পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. ওয়াহিদুর রহমান  বলেন, “নিয়মিত এই সেতু দিয়ে স্কুলে যেতে হয়। এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সামান্য ইজিবাইকে উঠলেও সেতুর পাটাতন কাত হয়ে যায়।”

ইজিবাইক চালক রাসেল মিয়া বলেন, “প্রতিদিন ইজিবাইক ও ছোট বড় ট্রাকসহ কয়েকশ যানবাহন সেতুটি দিয়ে চলাচল করে।

“ইজিবাইক তুলনামূলক কম ওজনের হলেও ক্ষতিগ্রস্ত পাটাতনে উঠলেই একপাশে কাত হয়ে যায়। এতে অনেক সময় যাত্রীরা ভয় পান।”

মানিকগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, “বিষয়টি কিছুক্ষণ আগে জেনেছি। সেতুটির পাটাতন দ্রুত মেরামত করা হবে।”