• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

অ্যান্টার্কটিকার তলদেশে রহস্যময় প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১  

সর্বদা রহস্যে ভরা সমুদ্রের তলদেশ। সমুদ্রের একটা সীমা পর্যন্ত বিজ্ঞানীরা পৌঁছাতে পারলেও এখনো সম্পূর্ণ নিশ্চিতভাবে জানা নেই তাদের।

তবে এখনো সমুদ্র গহবরে মাটির নিচে কী রয়েছে সেই উত্তর খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এই অনুসন্ধানে যে তথ্য হাতে এসেছে তাতে অবাক বিজ্ঞানমহল।

 

 

ভারতীয় সংবাদমাধ্যম জী নিউজ’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, অ্যান্টার্কটিকার তলদেশে প্রতিকূল পরিবেশে যেখানে প্রাণী থাকার কোনো সম্ভাবনাই থাকে না সেখানেও রয়েছে অদ্ভূত প্রাণী। অ্যান্টার্কটিকার বরফের প্রায় কয়েক মাইল নিচে ঘুটঘুটে অন্ধকার কালো সমুদ্রের পানিতে বিজ্ঞানীরা নতুন ধরণের প্রাণী আবিষ্কার করেছেন।

 

 

প্রতিবেদনটি থেকে আরো জানা গেছে, অ্যান্টার্কটিকায় একটি সমীক্ষা চালাতে গিয়ে একদল গবেষক দুর্ঘটনাক্রমে বরফের নীচে মাইনাস ২° তাপমাত্রায় ভিন্ন প্রজাতির প্রাণীর দেখা মেলে। যার ভিডিও প্রকাশ করে ব্রিটিশ আন্টার্কটিক সার্ভে।

 

 

সমুদ্রের মধ্যে ১৫০ ভিতরে, ৩,০০০ ফুট গভীর বরফ ড্রিল করে ক্যামেরা ঢুকিয়ে চলছিল সমীক্ষার কাজ। ক্যামেরা নিচে নেমে বোল্ডারে ধাক্কা লাগতেই ওই প্রাণীর দেখা মেলে।