• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ মে ২০২২  

আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বার্তার সঙ্গে বিভিন্ন ওয়েবসাইটের লিংক যুক্ত করে থাকি।

ফলে স্ট্যাটাসে লেখা বার্তা পড়ার পাশাপাশি লিংকে ক্লিক করে সরাসরি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন অন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। কিন্তু এ পদ্ধতিতে ওয়েবসাইটে থাকা তথ্য সম্পর্কে আগাম কোনো ধারণা পাওয়া যায় না। ফলে অপ্রয়োজনীয় তথ্য বা ছবি দেখে অনেকেই বিরক্ত হন। সমস্যা সমাধানে ‘রিচ প্রিভিউ লিংকস’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বার্তার সঙ্গে পাঠানো লিংকের প্রিভিউ দেখা যাবে। ফলে ওয়েবসাইটে প্রবেশ না করেই লিংকে থাকা তথ্য সম্পর্কে ধারণা মিলবে। আইওএস অপারেটিং সিস্টেমের নতুন পরীক্ষামূলক সংস্করণে ফিচারটির কার্যকারিতা পরখ করে দেখছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে শিগগিরই হালনাগাদ সংস্করণের আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এ সুবিধা মিলবে।

রিচ প্রিভিউ লিংকস সুবিধা নিয়ে কাজ করার পাশাপাশি টেক্সট স্ট্যাটাসের ইন্টারফেসও হালনাগাদ করছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি নতুন এ ইন্টারফেসে টেক্সট স্ট্যাটাসের ইমোজি, বার্তা ও ব্যাকগ্রাউন্ডের রং নির্বাচনের অপশনটি আইওএসের আদলে ডান পাশের ওপরে যুক্ত করা হবে।