• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশকে পাকিস্তানের ভাই বানালো স্টার স্পোর্টস, নিন্দার ঝড়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ জুন ২০১৯  

ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস বিশ্বকাপকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনায় মাতাতে নানা ধরনের বিজ্ঞাপন প্রচার করছে। এসব বিজ্ঞাপনের অধিকাংশ দর্শক গ্রহণযোগ্যতার চেয়ে প্রত্যাখাতই হচ্ছে বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব বিজ্ঞাপন নিয়ে চলছে কড়া সমালোচনা।

এরই ধারাবাহিকতায় ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে একটি বিতর্কিত স্লোগানের বিজ্ঞাপন রিলিজ করে আরো সমালোচনার মুখে পড়েছে ভারতীয় এ চ্যানেলটি। এ নিয়ে অনেকে এর প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা করেছেন। 

বিজ্ঞাপনে বাংলাদেশ ও পাকিস্তানকে দুই সহোদর অর্থাৎ দুই ভাই বুঝিয়ে তাদের বাবা বুঝানো হয়েছে ভারতকে। সমালোচকরা বলছেন এটি করে তারা উভয় দেশকেই খাটো করেছে।

বিজ্ঞাপনে ভারতকে সরাসরি পাকিস্তানের বাবা হিসেবে বলা হয়েছে। আর বাংলাদেশকেও পরোক্ষভাবে ভারতের ছেলে বলা হয়েছে। 

সেখানে বাংলাদেশ পাকিস্তানকে বলছে, ভাই সপ্তমবারের মতো সুযোগ এসেছে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছো, শুভকামনা।

তখন পাকিস্তান বাংলাদেশকে বলছে, চেষ্টা করা উচিত। চেষ্টা করলে জয় এক না এক সময় আসবেই, এমনটা বাবা বলতো।

তখন পাশ থেকে ভারত বলে উঠে, চুপ পাগল; আমি এমন কথা কখন বলেছি?

ভারত পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের খেলা হবে আগামী ১৬ জুন ম্যানচেস্টারে।