• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

নিষিদ্ধ হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ জুলাই ২০১৯  

রাজনৈতিক অস্থিতশীলতার জন্য বেশ নাজুক অবস্থায় আছে এক সময়ের ক্রিকেট বিশ্ব দাপিয়ে বেড়ানো জিম্বাবুয়ে ক্রিকেট দল। গেল মাসে জিম্বাবুয়ে সরকারের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বাতিল করে দেয়। এবার আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ে সরকারের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বাতিল করে একটি অন্তর্র্বতীকালীন কমিটি গঠন করেছে। যা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পরিপন্থি। আর এসব কারণেই আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট।

দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছে জিম্বাবুয়ে বোর্ড। তবে পূর্ণাঙ্গ সদস্য দেশ হিসেবে আইসিসির কাছ থেকে বছরে ৯ মিলিয়ন পাউন্ড পায় জিম্বাবুয়ে। কিন্তু অর্থনৈতিক সমস্যার চক্র থেকে বের হতেই পারছে না তারা।

শেষ পর্যন্ত জিম্বাবুয়ে যদি নিষিদ্ধ হয় তাহলে তাদের পুরুষ ও নারী ক্রিকেট দল আগস্ট ও অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে বাছাইপর্ব খেলবে সেটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। যদিও আইসিসি কোনো দেশের ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করলেও তাদের খেলোয়াড়দের খেলার সূচিতে কোনো পরিবর্তন আনে না।

নিষেধাজ্ঞা চলাকালে বোর্ড কোনো অনুদান না পেলেও জিম্বাবুয়ে নারী ও পুরুষ ক্রিকেট দল নির্ধারিত সূচি অনুযায়ী বাছাইপর্বে খেলতে পারবে। ক্রিকেটের নির্ধারিত সূচি আইসিসির আর্থিক সহায়তায়ই চলবে।