• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

প্রতিপক্ষ নয়, সমর্থকদের নিয়ে ভাবছেন বাংলাদেশ অধিনায়ক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ জুন ২০২৪  

বিশ্বকাপে মাঠে নামার আগে ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। দলীয় হোক বা ব্যক্তিগত, পারফরম্যান্স একদম তলানীতে ঠেকেছে নাজমুল হোসেনদের। এসব সঙ্গী করে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে প্রতিপক্ষ নয় বরং নিজেদের সমর্থমদের নিয়ে ভাবছেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘সবসময় তো সমর্থকদের প্রত্যাশা থাকে এবং সবাই চায়, আমরা ভালো ক্রিকেট খেলি। সেই জায়গাটা থাকবে এবং আমরাও চাই আমরা কত ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষদের একটা ভালো ম্যাচ উপহার দিতে পারি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে ওই ম্যাচটাতে আমাদের পরিকল্পনা ব্যবহার করছি এবং আমাদের যে শক্তি আছে সেটা অনুযায়ী খেলছি কিনা।’ শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যান সুখকর নয় বাংলাদেশের।

টি-টোয়েন্টিতে আগের মুখোমুখি ১৫ দেখায় মাত্র পাঁচ জয় লাল-সবুজের প্রতিনিধিদের। তবে ডালাসে এই ম্যাচে দুর্বল লঙ্কানদের পাচ্ছে টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের ক্ষত এখনো শুকানোর কথা নয় ওয়ানিন্দু হাসারাঙ্গাদের। এসব মাথায় থাকলেও প্রতিপক্ষকে নিয়ে বেশি ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা এটা ভাবছি না যে তারা কী ভাবছে বা তাদের মাথায় কী চলছে। আমরা আমাদেরকে নিয়ে ভাবছি এবং কিভাবে নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারি। হ্যাঁ, তাদের হয়ত ম্যাচটা ভালো যায়নি কিন্তু তারা কী অনুভব করছে সেটা নিয়ে ভাবছি না।’

এই ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য সব থেকে বেশি দুশ্চিন্তার কারণ টপ অর্ডার। অধিনায়ক নাজমুল নিজেও রান পাচ্ছেন না। সৌম্য সরকার, লিটন দাসের ব্যাট অনেকদিন ধরেই কথা বলছে না। আত্মবিশ্বাসে চিড় ধরেছে মিডল অর্ডারেও। সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহরা এক ম্যাচে রান করছে তো পরের ম্যাচে থিতু হওয়ার আগেই ফিরছেন। নাজমুল সব স্বীকার করে বড় মঞ্চে নামার আগে আশাবাদ ব্যক্ত করলেন, ‘সাম্প্রতি খুবই সত্য টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না। কিন্তু কালকের দিনটা পুরোপুরি নতুন দিন এবং আপনি যেটা বললেন অনুশীলনে যার যে জায়গায় সমস্যা আছে সবাই শতভাগ দিচ্ছে।’

দলীয় অনুশীলন দেখেই এমন আশা নাজমুলের, ‘অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। অনুশীলন দেখে বা নেটে ব্যাটিং করেছি সবাই তাতে মনে হয়েছে আগের থেকে ভালো অবস্থায় আছে। আগে কি হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন। কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে, কে খারাপ খেলবে। নতুন দিনটায় আমার মনে হয় যে থিতু হবে, ভালো শুরু করবে তার খুব বড় দায়িত্ব খেলাটা কিভাবে শেষ করছে।’