• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আয়ারল্যান্ডকে হারিয়ে কানাডার ইতিহাস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জুন ২০২৪  

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েও জয় পায়নি কানাডা। তবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে তাদের আক্ষেপ গুছেছে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ রানের স্মরণীয় এক জয়ে। বিশ্বকাপে এটি কানাডার প্রথম জয়। ব্যাটিং করে আয়ারল্যান্ডকে ১৩৮ রানের লক্ষ্য দেয় কানাডা। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আইরিশরা। এক পর্যায়ে ৫৯ রানে ছয় উইকেট হারায় তারা। সপ্তম উইকেটে জর্জ ডকরেল ও মার্ক অ্যাডায়ারের ৬২ রানের জুটিও কানাডার জয়ের পথে বাধা হতে পারেনি। 

অ্যাডায়ার ৩৪ রানে আউট হলেও ৩০ রানে অপরাজিত থাকেন ডকরেল। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৫ রানে আইরিশদের ইনিংস। দুটি করে উইকেট নেন পেসার জেরমি গর্ডন ও ডিল্লন হেয়লিগার। ব্যাটিংয়ে অনেকটা একই অবস্থা ছিল কানাডারও। ভরসা হতে পারেননি উপরের সারির ব্যাটাররা। ৫৩ রানের মধ্যে চার উইকেট হারায় তারা। এরমধ্যে ওপেনার অ্যারন জনসন (১৪) ও তিনে নামা পারগাত সিংয়ের (১৮) উইকেট নেন আয়ারল্যান্ড পেসার ক্রেগ ইয়াং।

আরেক ওপেনার নাভনিত ডালিওয়াল ফেরেন মার্ক অ্যাডায়ারের বলে ছয় রান করে। দিলপ্রিত বাজওয়া সাতরান করে আউট হন গ্রেথ ডিলানির বলে। বিপর্যয়ের মাঝে পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন নিকোলাস কির্তন ও শ্রেয়াস মোভা। এই জুটিতে দুজন যোগ করেন ৭৫ রান। কানাডার দলীয় ১২৮ রানের সময় জুটি ভাঙেন ব্যারি ম্যাকার্থী। ৩৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৯ রান করে আউট হন কির্তন। শেষ ওভারের শেষ বলে সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৭ রান করেন মোভা। মূলত এই জুটিই ম্যাচেই পার্থক্য গড়ে দিয়েছে।