• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ই‌লি‌শের অভয় আশ্রমগু‌লো‌তে অভিযান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

 সারা‌দে‌শের মত ব‌রিশা‌লেও ই‌লি‌শের অভয় আশ্রমগু‌লো‌তে মৎস‌্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলারক্ষা বা‌হিনীর অ‌ভিযান চল‌ছে। সোমবার দুপুর পর্যন্ত ব‌রিশা‌লে সাত জন‌কে আটক করা হয়ে‌ছে।

জানা‌ গে‌ছে, সকাল সা‌রে ৮টার দি‌কে মেহে‌ন্দিগঞ্জ উপ‌জেলার বাগরজা নদী থে‌কে অভয় আশ্রমে মাছ ধরার অপরা‌ধে চার জন‌কে আটক ক‌রে কোস্টগার্ড। এসময় প্রচুর প‌রিমা‌ণে কা‌রেন্ট জাল উদ্ধার করা হয়। 

এর আগে মধ‌্যরাতে ব‌রিশাল নগরীর রুপাতলী দপদ‌পিয়া এলাকা থে‌কে জাটকা প‌রিবহন করার অপরা‌ধে তিন জন‌কে আটক ক‌রে নৌ পু‌লিশ। এই  তিনজ‌নের ম‌ধ্যে দুই জন‌কে ২০ দি‌নের জেল ও এক জন‌কে পাঁচ হাজার টাকা জ‌রিমানা করে ভ্রাম‌্যমাণ আদাল‌তের নির্বা‌হি ম‌্যা‌জি‌স্ট্রেট।

জেলা মৎস‌্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সরকারের নি‌র্দেশনা অনুসা‌রে আগামী দুই মাস এই অ‌ভিযান চল‌বে। ব‌রিশা‌লের মেঘনা, কালাবদর ও গজা‌রিয়া নদীর ৮২ কি‌লো‌মিটার এলাকায় অভয় আশ্রম র‌য়ে‌ছে ইলিশের। আর ছয় জেলা ভোলা, ব‌রিশাল, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর জেলার বি‌ভিন্ন নদীর ৪৩২ কি‌লো‌মিটার এলাকায় মোট ছয়‌টি অভয় আশ্রমের ম‌ধ্যে পাঁচ‌টি‌তে এই অভিযান চল‌ছে।