• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৩০ সালের মধ্যে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির শতভাগ আরেজমেন্ট করতে পারবো। এরই মধ্যে এই হাইটেক সিটির ৩০ থেকে ৪০ শতাংশ কাজ শেষ। এটি সম্পূর্ণ হলে এখানে লক্ষাধিক মানুষের কর্মস্থানের সুযোগ হবে।

সোমবার দুপুরে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে অরিক্স বায়োটেক লিমিটেডের উদ্বোধন শেষে এসব কথা বলেন জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হাইটেক সিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, অরিক্স বায়োটেক লিমিটেড চেয়ারম্যান কাজী সাকিল, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তারা। 

জুনাইদ আহমেদ পলক বলেন, তিন ধরনের কৌশল নিয়ে হাইটেক সিটির কাজ চলছে। প্রথমত হাইটেক পার্ক কিছু জমি নিজেরা ডেপলমেন্ট করছে। ২য় ধাপে সামিট টেকনোপলিস তারা আমাদের প্রাইভেট সেক্টরের পাটনার হিসেবে জমি ডেপলমেন্ট করছে। অনেক সময় জমি লিজ দিচ্ছে। আবার অনেক সময় সফটওয়্যার তৈরির করার বিল্ডিংটা ভাড়া দিচ্ছে। তৃতীয়ত আমাদের ভবিষতের জন্য কিছু অংশ রাখা হয়েছে। যেখানে কোনো ফরেন বিনিয়োগ আসলে- তাদের জন্য প্রায় ২৬ একর জমি রাখা হয়েছে। পরিবেশের মন্ত্রণালয়ের যে নিদের্শনা রয়েছে তা মেনে গ্রিন পার্ক হিসেবে এই হাইটেক পার্ক তৈরি করা হচ্ছে। এখন বিনিয়োগ আকর্ষণের সর্বোচ্চ চেষ্টা চলছে।