• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

খাগড়াছড়ি পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১  

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮ টায় শুরু হয়ে পৌরসভার ১৮ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

শীত উপেক্ষা করে সকাল থেকে লম্বা লাইন ধরে ভোট দিতে কেন্দ্রে আসছে  ভোটাররা। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে তারা। কেন্দ্র গুলোতে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি।

এবার খাগড়াছড়িতে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। 

প্রতিটি কেন্দ্রে মোতায়ান করা হয়েছে পুলিশ ও আনসার সদস্য। এছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি ও র‌্যাব। এছাড়া নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় মাঠে  রয়েছে ১৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। 

এবার নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন এবং কাউন্সিলর প্রার্থী ৫৪ জন। নির্বাচনে মোট ভোটার ৩৭ হাজার ৮৭ জন।

খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ জাকির হোসেন জানান, সকাল ৮ টার আগ থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে আসা শুরু করে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ চলছে। আশা করি ৪ টার মধ্যে ভোট গ্রহণ শেষ হবে। ইভিএম পদ্ধতিতে চলছে ভোট গ্রহণ। এখনও কোন সমস্যা দেখা যায়নি।