• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সারা দেশেই রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০  

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারা দেশে দোকানপাট ও বিপণি বিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শুধু ঈদের সময়েই এ বাড়তি সময়টুকু খোলা রাখা যাবে।

মঙ্গলবার বিকেলে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

ঈদকে সামনে রেখে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদের আগে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার মৌখিক অনুমতি দেয়া হয়েছে। তবে ঈদের পর নতুন নির্দেশনা না এলে আগের মতো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঈদকে কেন্দ্র করে দোকান খোলা রাখার সময় বাড়াতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে একটি আবেদন করেছিলাম। গতকাল রাতে এ বিষয়ে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে গত ৩০ জুন দোকানপাট খোলা রাখার সময় বিকেল ৪টা থেকে তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।