• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বিধিনিষেধ অমান্য : পঞ্চম দিনে ২০৯ জনকে জরিমানা করল র‍্যাব

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় সারা দেশে ২০৯ জনকে এক লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা জরিমানা করেছে র‌্যাব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই জরিমানা করেন।

মঙ্গলবার (২৭ জুলাই) রাতে র‌্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।


তিনি বলেন, লকডাউনের পঞ্চম দিনে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে সারা দেশে মাঠে ছিল র‌্যাব।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, সারা দেশে র‌্যাবের ১৭৬টি টহল ও ১৮১টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্বাস্থ্যবিধি চলতে উদ্বুদ্ধ করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এএসপি ইমরান খান বলেন, র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিধিনিষেধ অমান্য করায় সারা দেশে পরিচালিত ৩১টি ভ্রাম্যমাণ আদালতে ২০৯ জনকে এক লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা জরিমানা করা হয়।


এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে প্রায় দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজারও সরবরাহ করা হয় বলে জানায় র‌্যাব।