• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনারোধে ৯ দাবি, মানববন্ধন করে প্রতিবাদ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১  

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এ শ্লোগান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ক্রমবর্ধমান নৈরাজ্য, বিশৃঙ্খলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ট্রাফিক অব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ ৯ দফা দাবিতে ঢাকার ধামরাইয়ে ১০টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার সকাল ১১টায় ‘নিরাপদ সড়ক চাই’ ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

এ মানববন্ধন চলাকালে সেলফি পরিবহণের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ওভারটেকিং করে মানববন্ধনকারীদের ওপর দিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন মহাসড়কে শুয়ে পড়ে অভিনব কায়দায় এর তীব্র প্রতিবাদ ও সেলফি পরিবহণ বন্ধের দাবি জানান।

নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন, নিসচার ধামরাই শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নাহিদ মিয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মিজান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ধামরাই সদর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক মাহমুদ ইকবাল, স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুর পরিবারের প্রতিষ্ঠাতা মঞ্জুরুল হক রনি প্রমূখ।