• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সিংগাইরে একই রাতে ৫ বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২  

মানিকগঞ্জের সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্দল গ্রামে (৬ নং ওয়ার্ড) একই রাতে পাশাপাশি ৫ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে ওই গ্রামের সৌদি প্রবাসী আবু সাইদ,আব্দুল কাদের, নুরু মিয়া,চান মিয়া ও আবুজরের বাড়িতে ডাকাতি হয়। লুটে নেয়া হয় স্বার্ণালংকার ও নগদ টাকাসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল।

ডাকাতির শিকার ভুক্তভোগী সাইদের মা জাহানারা বলেন, রাত ৩টার দিকে ১৮-২০ জনের ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। পরবর্তীতে পার্শ্ববর্তী আরো ৪ বাড়িতে ডাকাতদল হানা দেয়।

এ সময় নগদ ১ লক্ষ টাকা ৭ ভরি স্বর্ণালংকার, ২৫ ভরি রুপার গহনা ও ৪ টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এতে বাধা দিলে কাদেরের ছেলে মহিবুরকে মারধর করে আহত করে। এ ঘটনায় সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিংগাইর সদর ইউনিয়নের চেয়াম্যান মো. জাহিনুর রহমান সৌরভ ৫ বাড়িতে ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওসি সাহেবের সঙ্গে আমি ভূক্তভোগীদের বাড়িতে গিয়েছিলাম। এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন-এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।