• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

প্রশ্নফাঁস রোধে শুরু হচ্ছে গোয়েন্দা নজরদারি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯  

যেকোনো ধরণের চাকরি কিংবা পাবলিক পরীক্ষা শুরুর আগে অনলাইন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর হয়ে ওঠে কিছু কুচক্রী মহল। তাদের মূল লক্ষ্য থাকে সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে উক্ত পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করা। অস্বীকার করার উপায় নেই তাদের এই চক্রান্ত সফলে সহযোগী হয় নীতিভ্রষ্ট কিছু শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক। তবে প্রশ্নফাঁসের ব্যাধি সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগেই তা রোধ করা জরুরী।

এটা সত্য, বাংলাদেশে প্রশ্ন ফাঁস হওয়ার ইতিহাস বেশ পুরোনো। ইতিহাসটা যে গর্ব করার মতো কোনো বিষয় নয় এটাকাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না। এ প্রক্রিয়া এতটাই শৈল্পিক যে তা মানছে না শিক্ষার্থীর বয়স, শ্রেণি,পরীক্ষার ধরণ, ঋতুর বৈচিত্র্য ইত্যাদি! আর এই ইতিহাস পরিবর্তনে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় যাতে কোনোভাবেই প্রশ্ন ফাঁস কিংবা ভুয়া প্রশ্ন ছড়াতে নাপারে সেজন্য সাইবার দুনিয়ায় নজরদারি শুরু করেছে র‌্যাব। এছাড়া এই অপতৎপরতা বন্ধে আন্ডার কাভার অপারেশন চালাবেতারা। প্রশ্নফাঁস রোধে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি শুরু করেছে র‌্যাব। সেই সাথে চলছে সাইবার পেট্রোলিং। প্রশ্নফাঁস বন্ধের‌্যাবের নেয়া এমনই পদক্ষেপের কথা জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। র‌্যাব প্রধান বলেন, র‌্যাব নিজস্বগোয়েন্দা সংস্থার পাশাপাশি অন্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তথ্য সংগ্রহ করতে তৎপর রয়েছে। প্রত্যেকটি সামাজিকযোগাযোগ মাধ্যম মনিটরিংয়ে র‌্যাবের সক্ষমতা রয়েছে। গত বছর প্রশ্নফাঁসবিরোধী অভিযানে সারাদেশে ১২৮ জনকে গ্রেফতারকরা হয়েছিল। এবারো এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাই শত প্রলোভনের মধ্যেও অভিভাবক, ছাত্র ও শিক্ষকদেরসযত্নে এ ধরণের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। 

এ সময় ভুয়া প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে ভুয়া প্রশ্নপত্র ফাঁস হয়। কেউ যদি ভুয়া প্রশ্নপত্রফাঁস করে সে ক্ষেত্রে তাকেও ধরা হবে। এটাও জঘন্য অপরাধ। এ ধরণের প্রতারণাকারী শিক্ষক-ছাত্র কিংবা দাগী অপরাধীযেই হোক না কেন তাকে গ্রেপ্তার করা হবে। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। দু-একদিনের মধ্যেই আপনারা রেজাল্টদেখবেন।’ এছাড়াও র‌্যাব সদস্যরা প্রতিটি পরীক্ষা হল পরিদর্শন করবেন। অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথাবলবেন। তাদের কাছে কোনো তথ্য থাকলে সেগুলো নিয়ে কাজ করবেন বলে জানান বেনজীর আহমেদ।

যেকোনো মূল্যে এবার প্রশ্নফাঁস বন্ধে বদ্ধ পরিকর বর্তমান সরকার।