• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কৃষকদের পাঁচ কোটি টাকা ঋণ শোধ করলেন অমিতাভ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

মঙ্গলবার নিজের ব্লগে অমিতাভ লিখেন, ১৩৯৮জন কৃষকের ঋণের দায়িত্ব নিয়েছি। তাদের সবার কৃষি ঋণের বকেয়া অর্থ তিনি ব্যাংকে শোধ করে দিয়েছেন, যা তাকে কোন কিছু ‘সম্পন্ন’ করার অনুভূতি দিয়েছে।

এসব কৃষকেরা অমিতাভ বচ্চনের জন্মস্থান ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা।

প্রতিবছর ভারতের হাজারো কৃষক ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যার পথ বেঁছে নেয়। এছাড়া দেশটির কৃষিখাতও খরায় ভুগছে। বেড়ে গেছে কৃষকদের পানির খরচ ও কিন্তু কমেছে উৎপাদন।

এক পরিসংখ্যানে জানা যায়, ১৯৯৫ সাল থেকে এসব কারণে অন্তত তিন লাখ কৃষক আত্মহত্যা করেছেন।

অমিতাভ বচ্চন আরো লিখেন, তাদের ঋণ শোধ হয়ে যাওয়ার এসব সনদ আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে তুলে দিতে চাই।