• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

এক নজরে বিশ্বজুড়ে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯  

পদত্যাগ করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

হুট করেই পদত্যাগ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিওভা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত শরণার্থীদের প্রতি সদয় হোন: পোপ

ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত শরনার্থীদের প্রতি সদয় হতে ইউরোপীয় নেতাদের আহ্বান জানিয়েছেন খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটিতে এপিফানির উৎসব উপলক্ষে প্রকাশ্য জনসভায় দেওয়া ভাষণে এই আবেদন জানান পোপ।

ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভোট ১৫ জানুয়ারি

ব্রেক্সিট চুক্তি নিয়ে ১৫ জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হবে। ভোটাভুটিতে ব্রেক্সিট চুক্তিটি পাস না হওয়ার আশঙ্কায় ডিসেম্বরে এ ভোট পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ২৭

আফগানিস্তানের বাদঘিস প্রদেশে তালেবান বাহিনীর হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতের এই হামলায় নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে।

ভারতজুড়ে ৪৮ ঘণ্টার বনধ

আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ভারতজুড়ে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার বনধ। কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দিয়েছে।

দেশ ছেড়ে পালিয়েছেন ভেনেজুয়েলার শীর্ষ বিচারপতি

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। বিচারপতি জেরপা একসময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত ছিলেন। কিন্তু গত বছরের একতরফা নির্বাচনের পর থেকে তাদের মধ্যে মতবিরোধ শুরু হয় বলে জানা যায়।

অস্ট্রেলিয়ায় পালাতে চাওয়া সৌদি তরুণীকে আশ্রয় দিলো থাইল্যান্ড

অস্ট্রেলিয়ায় আশ্রয় নিতে চাওয়া সৌদি আরবের তরুণী রাহাফ আল কুনুনকে জাতিসংঘের শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে কিছুদিনের জন্য থাকার অনুমতি দিয়েছে থাইল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ। ফলে আপাতত তিনি প্রত্যার্পণ ও পরিবারের সদস্যদের হাতে অনার কিলিংয়ের শিকার হওয়ার আশঙ্কা থেকে মুক্তি পেলেন।