• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পাকিস্তানে মানসিক হয়রানির শিকার অভিনন্দন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ মার্চ ২০১৯  

পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান জানিয়েছেন, পাকিস্তানে আটক অবস্থায় তাকে শারীরিক নির্যাতন করা হয়নি। তবে মানসিকভাবে হয়রানি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে দেখতে যান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিথারাম। এ সময় অভিনন্দন এসব কথা বলেন।

শুক্রবার রাতে মুক্তি পাওয়ার পর এক টুইট বার্তায় সাহসিকতার জন্য অভিনন্দনকে স্বাগত ও সম্মান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কংগ্রেস প্রধান রাহুল গান্ধী।

এদিকে, পাইলটের মুক্তিতে উত্তেজনা কমবে, এমন ধারণা করা হলেও কয়েক ঘণ্টা পর আবারো সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষীরা। নিহত হয়েছে দুই দেশের বেসামরিক নাগরিক। তবে শিগগিরই দুই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে বলে আশাবাদী পাকিস্তানিরা। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেও যুদ্ধ এড়িয়ে যাওয়ার পক্ষে ভারতের সাধারণ মানুষ।

দুই দেশের সাধারণ মানুষ বলছে, তারা যুদ্ধ চান না, প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকুক, দুই দেশের মানুষ শান্তিতে থাকুক সেটাই তাদের চাওয়া।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হন। এরপর পাল্টাপাল্টি আক্রমণে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পুলওয়ামা হামলার দায় স্বীকার করা জয়েশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে চিকিসাধীন আছেন বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা।