• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সিলিং ফ্যান পরিষ্কার করুন মিনিটেই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ জুলাই ২০২১  

পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মন ভালো রাখে। তবে ঘরের সব জিনিস সহজে পরিষ্কার করা গেলেও, সিলিং ফ্যান পরিষ্কার করা নিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। সিলিং ফ্যান পরিষ্কার করার কাজটা এতাটাই সবার কাছেই বেশ জটিল মনে হয়। তাইতো আজ করব, কাল করব বলে ফেলা রাখা হয়। এর ফলে ফ্যানের ব্লেডজুড়ে ময়লা দ্বিগুণ, তিনগুণ বাড়তে থাকে।

তবে কৌশল জানা থাকলে এই কঠিন কাজটি আপনার কাছে হয়ে উঠবে একদম সহজ। চলুন তবে জেনে নেয়া যাক এমন পাঁচটি উপায়, যার মাধ্যমে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন আপনার সিলিং ফ্যান-

>> প্রথমেই বিছানার উপর একটা বাতিল চাদর পেতে ফেলুন। এতে ময়লা পরিষ্কার করার সময় বিছানাতে ময়লা পড়বে না। এবার হাতে নিন শুকনো কাপড়। প্রথমে হালকা হাতে পরিষ্কার করে নিন ফ্যানের ব্লেড।

>> শুকনো কাপড় দিয়ে ব্লেড মোছার পরই ভেজা কাপড় ব্যবহার করবেন। না হলে ব্লেড পরিষ্কার তো হবেই না, উল্টো ময়লা আটকে থাকবে।

>> পুরনো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেড ঢুকিয়ে দিন। তারপর কাপড়ের মুখ চেপে নিয়ে হালকা করে টেনে নিন। দেখবেন ময়লা সব কভারের মধ্যে পড়ে ব্লেড পরিষ্কার হয়ে গেছে।

>> ফ্যানের ব্লেড পরিষ্কার করতে ব্যবহার করুন খবরের কাগজ। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিয়ে, খবরের কাগজ অল্প জলে ভিজিয়ে ব্লেড পরিষ্কার করুন।

>> ফ্যানের ব্লেড পরিষ্কার করার সময় ডিটারজেন্টের সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়ে নিন। এতে ঝকঝকে হবে আপনার ফ্যানের ব্লেড।

অবশ্যই মনে রাখবেন, সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে ঝুঁকি নেবেন না। এর জন্য ছোট মই ব্যবহার করুন।