• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নাগরপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০  

টাঙ্গাইলের নাগরপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুকিমুদ্দিন লোকমান (৪৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার  উপজেলার ভারড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লোকমান ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, ‘জেলার মির্জাপুর থানায় দায়ের করা হত্যা মামলায় এ বছরের ৫ মার্চ অভিযুক্ত লোকমানকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলার পর থেকে সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতরা করা হয়।’


পুলিশ জানায়, জেলার মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের বানগুটি গ্রামের আওয়াল মিয়া হত্যার ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মির্জাপুর থানায় ২০১৩ সালে হত্যা মামলা দায়ের করে। পরে আচরণে সন্দেহ হলে বাদী আসাদুজ্জামানকে আটক করে পুলিশ। তখন বেরিয়ে আসে আওয়াল হত্যার চাঞ্চল্যকর তথ্য। বাবাকে হত্যার করতে তিন জন খুনিকে তিন লাখ টাকা দিয়ে চুক্তি করে সে। চুক্তি অনুযায়ী লোকমানসহ তিন জন এ হত্যাকাণ্ডে অংশ নেয়। তদন্ত সাপেক্ষে মির্জাপুর থানার তৎকালীন এসআই শ্যামল দত্ত বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।