• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ভিসিকে ফাঁসাতেই রাব্বানীর ষড়যন্ত্রমূলক ফোনালাপ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

গণমাধ্যমে গতকাল ফাঁস হওয়া সদ্য পদচ্যুত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ফোনালাপ ষড়যন্ত্রমূলক, মুলত পদ থেকে বহিস্কারের পর জাবির ভিসিকে ফাঁসাতেই তিনি  এ কৌশল করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জাবির প্রতিনিধির মাধ্যমে রাব্বানী এই ফোনালাপ ইচ্ছে করেই  ফাঁস করেন যাতে ভিসি দুর্নীতির সাথে যুক্ত এটা প্রমান করা যায়।  

১৩ তারিখে পরিকল্পিত ভাবেই রাব্বানী নিজেকে বাঁচাতে শেষ অস্ত্র হিসেবে এই কৌশল জাবি’র ভিসির ওপর প্রয়োগ করে বলে একাধিক গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে। অডিওতে রাব্বানীকে  তার আস্থাভাজন এবং বিশ্বস্ত হামজা রহমান অন্তর ও জাবির যুগ্ন-সম্পাদক সাদ্দাম হোসেনের  সাথে ছয় মিনিট কথা বলতে শুনা যায়। অডিওতে ইচ্ছে করেই টাকার লেনদেন ইস্যুটি বারবার উপস্থাপন করা হয়।

সুত্র জানায়, মূলত ভিসিকে দোষারোপ করতেই হলে এসে তার (ভিসি) লোক টাকা দিয়ে গেছে, এক কোটি টাকা দিয়েছে বিষয়টি ফোকাস করা হয়। অডিওতে প্রমান হিসেবে ব্যবহার করতে জাবি’র ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহ-সভাপতি ও যুগ্ন–সম্পাদক সাদ্দাম  হোসেন ডিলের সময়  উপস্থিত ছিলেন  বিষয়টি আনা হয়।

জানা যায়, পদ থেকে বাদ পড়বে এমন সিদ্ধান্তে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিজেকে বাঁচাতে এবং জাবি’র ভিসিকে ফাঁসাতে এমন অডিও কল ও তা প্রকাশ ইচ্ছে করেই করেন।

গোলাম রাব্বানী ভিসির ওপর প্রতিহিংসা করেই এই কৌশল এঁকেছেন বলে জানিয়েছন কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক নেতা। ভিসির ওপর দুর্নীতির তকমা দিতে গোলাম রাব্বানী আরও অপচেষ্টা করছেন বলেও বিভিন্ন সূত্রে জানা যায়।