• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বাসে ছিনতাইয়ের অভিযোগ, যুবক আহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ জুন ২০২১  

 রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় চলন্ত বাসে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে মো. আবির (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।

আহত আবির বলেন, আমার বাসা খিলগাঁও মেরাদিয়া হাটের পাশে। আমার ইট-বালুর ব্যবসা রয়েছে। একটি কাজ শেষে বিকেলে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে বনশ্রীতে ফেরার জন্য অসিম পরিবহনের একটি বাসে উঠি। ওই বাসে আরো তিন-চারজন যাত্রী ছিলেন। বাসটি নাগদারপাড়ে যাওয়ার পর বাসে আরো সাত-আটজন যাত্রী ওঠেন। কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই আগের যাত্রীদের সব কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমি এতে বাধা দিলে তারা আমাকে মারধর করে আমার গলা থেকে স্বর্ণের চেন ছিঁড়ে নিয়ে যান। এসময় বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের আঙুল কেটে যায়।  

তিনি আরো বলেন, আহত অবস্থায় আমি বাস থেকে নেমে প্রথমে থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ আমাকে আগে চিকিৎসা করাতে বললে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে আসি।  

বাসটির চালক ও হেল্পারও ছিনতাইকারীদের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত আবিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার হাতের আঙুলে ছয়টি সেলাই দিতে হয়েছে। ঘটনাটি থানায় জানানো হয়েছে। এটি ছিনতাইয়ের ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, সেটি থানা পুলিশ তদন্ত করে দেখবে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, আহত ব্যক্তির সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি থানায় এলে বিস্তারিত ঘটনা জানা যাবে।