• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

যে পাসওয়ার্ডগুলো আজই বদলে ফেলুন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আপনি যে সব পাসওয়ার্ড ব্যবহার করেন সেগুলো কি যথেষ্ট নিরাপদ? কারণ এমন কিছু দুর্বল পাসওয়ার্ড আছে যা ভাঙা খুবই সহজ।

এ বছর ইন্টারনেটে পাঁচ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর ফাঁস হওয়া পাসওয়ার্ড বিশ্লেষণ করেছে একটি সফটওয়্যার কোম্পানি। এগুলো বিশ্লেষণ করেই এ বছরে ফাঁস হওয়া দুর্বল পাসওয়ার্ডের তালিকা করেছেন তারা।

সেই তালিকায় রয়েছে ১২৩৪৫৬, password,১২৩৪৫৬৭৮৯, ১২৩৪৫৬৭৮, ১২৩৪৫, ১১১১১১, ১২৩৪৫৬৭, sunshine, qwerty, iloveyou।

এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকারদের সুবিধা হয় অ্যাকাউন্ট হ্যাক করতে। পাসওয়ার্ড অক্ষর বড় হাতের (ক্যাপিটাল) ও ছোট হাতের (স্মল) মিলিয়ে করার জন্য।

জন্মদিন, বিবাহ তারিখ এই সব দিয়ে পাসওয়ার্ড না করাটাই ভাল। যদি আপনার পাসওয়ার্ড, এই তালিকায় থাকা পাসওয়ার্ডের সঙ্গে মিলে যায়, তা হলে তা ঝটপট বদলে ফেলুন।