• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শ্রীলেখার ‘আবেদনময়ী’ যতো ছবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০  

ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৯০ সালের দশকে রুপালি দুনিয়ায় প্রবেশ করেন। গত ৩০ বছর ধরে অভিনয় জগতে দাপিয়ে বেড়িয়েছেন এই অভিনেত্রী।

বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্যর জন্য ঠোটকাঁটা স্বভাবেরও বলা হয় তাকে। এদিকে বয়স বাড়লেও এখনও বিভিন্ন আবেদনময়ী ছবি দিয়ে ভক্তদের ঘুম কাড়েন তিনি।

এখনও শ্রীলেখার ভক্তের সংখ্যা অনেক। বিমল দের ছবি ‘সেই রাত’ ছবিতে ১৯৯৬ সালের প্রথম অভিনয় করেন শ্রীলেখা মিত্র।

১৯৯৮ সালে ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপরে ‘বাবা কেন চাকর’ (১৯৯৮), খেলাঘর (১৯৯৯), অন্নদাতা (২০০২) ছবিতে নজর কাড়েন শ্রীলেখা।

২০০৩ সালে ‘মন্দ মেয়ের উপাখ্যান’ ছবিতে শ্রীলেখার অভিনয় প্রশংসিত হয়। ২০০৬ সালে সেরা অভিনেত্রী হিসেবে আনন্দলোক পুরস্কার পান।

২০১৩ সালে ‘আশ্চর্য প্রদীপ’ ছবিটিও তার অন্যতম সেরা ছবি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু রিয়্যালিটি শোতে তাকে বিচারকের আসনে দেখা গিয়েছে।

এছাড়াও বহু বিজ্ঞাপনে কাজ করেছেন শ্রীলেখা। বেশ কয়েকটি টেলি সিরিয়াল ও টেলি ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী।