• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

নুসরাত জাহান রাফি’র বিচারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাসস্টান্ডে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র সমাজ। 

 

গতকাল সোমবার বিকেলে কালিয়াকৈর সাধারণ ছাত্রসমাজের আয়োজনে মানববন্ধনে বক্তব্য  রাখেন কালিয়াকৈর ডিগ্রি কলেজের শিক্ষক মাসুদ রানা বাবুল, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষার্থী নাহিদ হাসান নূর, ইসরাত জাহান নদী, রোকেয়া জাবেদ মায়া, নিয়ামুল আনান,কানিজ ফাতেমা প্রমূখ। 

 

বক্তারা বলেন, নুসরাত হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বাঁচাতে একটি শ্রেণি উঠেপড়ে লেগেছে। আমরা চাই, সাত দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন হোক। প্রধানমন্ত্রী যে আদেশ দিয়েছেন, সেটা যেন ভিন্ন খাতে কেউ প্রবাহিত না করেন। নুসরাত হত্যাকাণ্ড এবং তার বিচার দাবি জাতীয় দাবি। এখানে ক্ষমতার দাপট দেখিয়ে যেন কেউ পার না পায়।

 

উল্লেখ্য, গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রের ভেতর ওই ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা।  সে মাদরাসা থেকেই আলীম পরীক্ষা দিচ্ছিল।  তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় এদিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে ১০ এপ্রিল রাতে না ফেরার দেশে চলে যায় নুসরাত জাহান রাফি।