• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

গণ বিশ্ববিদ্যালয়ে ৪ দিন স্থগিত ভিসি চাই আন্দোলন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯  

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে বৈধ উপাচার্যের দাবিতে চলমান আন্দোলন ৪ (চার) দিনের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

গণ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহমেদ এ সংক্রান্ত একটি নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। এতে তিনি বলেন, আগামীকাল ৩০ এপ্রিল মঙ্গলবার থেকে ৩ এপ্রিল শুক্রবার পর্যন্ত শিক্ষার্থীদের প্রাণের দাবি ‘বৈধ ভিসি চাই’ আন্দোলন ৪ দিন বন্ধ থাকবে।

কারণ হিসেবে জানান, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং ৩ মে শুক্রবার ছুটি থাকায় শিক্ষার্থীদের কথা ভেবে আরো ২ দিন ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৪ এপ্রিল শনিবার থেকে যথারীতি আন্দোলন চলবে। তবে, আন্দোলন বন্ধ থাকলেও এই ৪ দিন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ে যাবে এবং সমস্ত কিছু মনিটরিং করবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত উপাচার্যের দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন করে গত ৬ এপ্রিল থেকে টানা আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা।