• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মির্জাপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ মে ২০১৯  

রমজানের শুরুতে ঈদের বাজার ক্রেতা শূন্য থাকলেও মধ্য রমজানে ক্রেতাদের সরব উপস্থিতি কেনাকাটায় সরগরম হয়ে উঠেছে টাঙ্গাইলের মির্জাপুরের ঈদের বাজার বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাত-সর্বত্রই চলছে কেনাকাটা

সদরের মার্কেটের বিপণী বিতানগুলোতে এখন নারীদের ভিড়ই বেশি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দুপুর তারাবীহর নামাজের সময় বিপণী বিতানগুলোতে তারুণীদের ভিড় বেশি দেখা যায়

মির্জাপুরের ঈদের বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে তরুণ-তরুণী শিশুদের আনস্টিচ রেডিমেড পোশাকের বিপুল সমারোহ কেনাকাটাও চলছে জমজমাটভাবে শুধু বড় বড় মার্কেট, বিপণিবিতানই নয়, ফুটপাতের দোকানগুলোতেও একই অবস্থা ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দের কেনাকাটা সারতে ভিড় জমাচ্ছেন দোকানগুলোতে

ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদ বাজারে তরুণীরা এবার থ্রি পিসই বেশি কিনছে সেই সঙ্গে সাদা মরিচ, সাদা গোলাপ, কারচুপি, বৃন্দা, রেবো, আকসার, গজনি সেনোরিটা, লিফকটন, মহাখালী, রুমালকাট, আনারকলি, সানিয়া মীর্জা, চেইন কোপ্পা, অপেরা নেট, লজ্জাপতি, মুনসিকাতান, গ্রাউন্ট প্রভৃতি নামের বিভিন্ন বিদেশি ব্রান্ডের থ্রি পিস বেশ চলছে আর এসব পোশাক পাওয়া যাচ্ছে ১৫০ টাকা থেকে হাজার টাকার মধ্যে

শাড়িতে এবার টাঙ্গাইল তাঁতের শাড়ি, লেহেঙ্গা, বেনারসি কাতান, সাউথ কাতান, জর্জেট কাতান, কারচুপি কাজের কাতান, মহিশ্বরী সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক, জামদানির কাজের কাতান, তাঁতের শাড়ি, হেন্ডুবুটিক শাড়ি, কেটালক ডিজাইনের শাড়ি এগিয়ে রয়েছে এসব শাড়ি বিক্রি হচ্ছে, হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত

বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতারা এখনো কেনার চেয়ে দেখতেই বেশি ব্যস্ত তারা পছন্দের জিনিসটি খুঁজে বের করার চেষ্টা করছেন সেই সঙ্গে সাধ সাধ্যেরও একটি হিসেব আছে আর অন্যবারের চেয়ে এবার ক্রেতাদের ভিড় একটু কম

 

 

সদরের সিংগাপুর মার্কেট, সমবায় মার্কেটে, মসজিদ মার্কেটসহ অন্যান্য মার্কেটে ঘুরে দেখা গেছে, মার্কেটগুলোতে উচ্চবিত্ত থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত বিশেষ করে দুপুরে ইফতারের পর মার্কেটগুলো খুবই জমজমাট হয়ে ওঠে ক্রেতার ভিড় দেখেই বোঝা যায় ঈদ আসতে আর দেরি নেই

শহরের বড় মার্কেটগুলোর পাশাপাশি সৌখিন ক্রেতা বিশেষ করে তরুণীরা কেনাকাটা করছেন আধুনিক বিতানগুলোতে এসব বিতানে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের কাপড় পাওয়া যাচ্ছে

ব্যবসায়ীরা জানান, অভিজাত বিপণিবিতানগুলোর আলাদা কদর রয়েছে মান সম্পন্ন ব্যতিক্রমী পণ্যের জন্য এসব বিপণিবিতান জনপ্রিয় তবে অন্য মার্কেটের তুলনায় বিপণিবিতানে দাম বেশি বলে ক্রেতারা জানান দাম বেশি হলেও মান সম্পন্ন পছন্দের জিনিস কিনতে সৌখিন ক্রেতারা ভিড় করছেন