• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কালিয়াকৈরে যানবাহনের ভাড়া বৃদ্ধির অভিযোগে সম্পাদককে বহিস্কার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯  

কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া-গোসাত্রা আঞ্চলিক সড়কে যানবাহনের ভাড়া বৃদ্ধির অভিযোগে বৃহস্পতিবার ওই সড়ক কমিটির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মজনুকে বহিস্কার করা হয়েছে বাড়ইপাড়া-গোসাত্রা সড়কের আঞ্চলিক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাজীপুর জেলা অটোটেম্পো, সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেন রানা ও সাধারণ সম্পাদক মো. সাইজ উদ্দিন সাজুর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি শুক্রবার সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে

জেলা অটোটেম্পো, অটোরিকশা মালিক সমিতি বাড়ইপাড়া শাখার কার্যকরী পরিষদ পূর্ণাঙ্গ গঠনের সময় গঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দেওয়ান মহিদুল ইসলাম (মজনু) নাম দিয়ে কমিটি অনুমোদন করা হয় কমিটির বিরুদ্ধে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া সাধারণ যাত্রীদের কাছ থেকে আদায়ের অভিযোগ ওঠে পরে এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির কাছে বিষয়টি নিয়ে এলাকাবাসী ও যাত্রীরা নালিশ করলে মন্ত্রী সংশ্নিষ্ট নেতাকর্মীদের বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন পরে এক সভায় ওই সড়কের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মজনুকে বহিস্কার করা হয়

এ ছাড়া সড়কে রিকশা ভ্যান চলাচলের জন্য রিকশাপ্রতি ৫০০ টাকা করে ভর্তি ফি ও দৈনিক ২০ টাকা করে আদায় করছে একটি মহল

অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদকারী আটাবহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এম শাহরিয়ার সুজন গতকাল শুক্রবার জানান, বাড়ইপাড়া-মহরাবহ সড়ক এখন আগের চেয়ে উন্নত করা হয়েছে সরকারের নিয়ম অনুযায়ী না নিয়ে মনগড়া ভাড়া বৃদ্ধি করে সাধারণ যাত্রী ও গার্মেন্ট শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে