• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ছাত্র ইউনিয়নের শীর্ষ ৫ নেতাকে হত্যার হুমকি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯  

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেলসহ শীর্ষ পাঁচ নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে

শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফয়েজ উল্ল্যাহ ফয়েজ, ঢাকা মহানগর সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহর লাল রায়, কেন্দ্রীয় সংসদের শিক্ষা গবেষণা সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, ঢাকা জেলা সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম সাব্বিরকে হত্যার হুমকি দেওয়া হয়

 আব্দুল হালিম নামে জনৈক ব্যক্তি ভোলা জেলার চর ফ্যাশনের ঠিকানা উল্লেখ করে ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি দিয়েছেন

চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ত্যাগ করুন না হলে আপনাদের হত্যা করা হবে আমরা সেখানে ইসলাম প্রতিষ্ঠা করবো

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায় একটি যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ছাত্র ইউনিয়ন আগের মতো সব হুমকি উপেক্ষা করে শিক্ষাঙ্গনে সাম্রাজ্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে

 এ ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শনিবার (২৭ জুলাই শাহবাগ) থানায় অভিযোগ দায়ের করবে বলেও জানান নেতারা