• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কারখানা নিরাপত্তায় জলকামান নিয়ে পুলিশের মহড়া

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৮  

কালিয়াকৈর উপজেলার পূর্বমৌচাক এলাকায় বেশকিছু পোশাক কারখানার শ্রমিকদের মঙ্গলবারের (৪ ডিসেম্বর) কর্মবিরতি, বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় বুধবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী জলকামান নিয়ে পুলিশ মহড়া দিয়েছে। পুলিশি মহড়ার কার্যক্রমে এসব কারখানায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, সরকার ঘোষিত গেজেট অসন্তুষ্টি প্রকাশ করে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালিয়াকৈর উপজেলার পূর্বমৌচাক এলাকায় রোমো ফ্যাশন টুডে লিমিটেড, রহমত ফ্যাশনওয়্যার লিমিটেড, লিলি কম্পোজিট নিটওয়্যার, জালো নিটিং লিমিটেড ও লিরিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পাশ্ববর্তী মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে কয়েকটি কারখানা ভাংচুর চালান।

বুধবার সকালে ওই এলাকার দুই-একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করার চেষ্টা চালান। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার দিনব্যাপী জলকামান নিয়ে পুলিশ কারখানায় কারখানায় মহড়া দিয়েছে।

গাজীপুর-২ শিল্পপুলিশের ওসি সেলিম রেজা জানান, পুলিশের নিরাপত্তা জোরদারের কারণে কারখানা এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তা রক্ষার্থে এসব কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।