• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ছিনতাই হওয়া ৩ লাখ টাকা উদ্ধার, আটক ১

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

ধামরাই সদরে ব্যবসায়ীর ছিনতাই হওয়া তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ ছিনতাই হওয়ার  নয় ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ধামরাই থানা পুলিশ ব্যবসায়ীর তিন লাখ টাকা উদ্ধার করে

 আটক করা হয় ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে এ সময় ছিনতাইয়ের কাছে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়

শুক্রবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে ছিনতাইয়ের শিকার ব্যবসয়ী নাজমুল আহমদ

নাজমুল বাদী হয়ে থানায় গ্রেপ্তারকৃত দুজন ও অজ্ঞাতনামা আরো দুজনসহ চারজনের নামে মামলা করেছেন শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারী হচ্ছে- নোয়াখালীর মিনহাজ মিয়া (২৬) ও লক্ষ্মীপুরের নিয়াজ মাহবুব (২৮)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১২টার দিকে ধামরাই উপজেলা সদরের আড়তের ব্যবসায়ী নাজমুল আহমদ দোকানপাট বন্ধ করে বাড়ির সামনে পৌঁছামাত্রই আচমকা মোটরসাইকেল যোগে চারজন ছিনতাইকারী ব্যবসায়ী নাজমুল পথরোধ করে দেশীয় অস্ত্রের মুখে  জিম্মি করে তার কাছে থাকা সারা দিনের বিক্রির ৩ লাখ ৮৬০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত তারা পালিয়ে যায় 

অতঃপর তিনি ধামরাই থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান পুলিশ রাতেই অভিযানে নামেন এবং  নয় ঘন্টা পর মিনহাজ  ও নিয়াজকে আটক করে। বাকি দুজনকে আটক করা সম্ভব হয়নি  তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পুরো টাকা উদ্ধার করা হয়েছে