• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ভোটের লড়াইয়ে ২৭ বছর পর মুখোমুখি দুই নেতা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

২৭ বছর পর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে এমপি পদে ভোটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগের একক প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বেনজীর আহমেদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন

১৯৯০ সালে উপজেলা পরিষদ চেয়াম্যান পদে বেনজীর আহমেদ রিকশা এবং তমিজ উদ্দিন আনারস  প্রতীকে নির্বাচন করেন আবার ২৭ বছর পর দুইজনই নির্বাচনী মাঠে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন

এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে বেনজীর আহমেদ বিএনপির ব্যারিষ্টার জিয়াউর রহমান খানকে ৪০ হাজার ২৬০ ভোটে পরাজিত করেছিলেন

আওয়ামী লীগের বেনজীর আহমেদ একক প্রার্থী হওয়ায় তিনি দলীয় নেতাকর্মী-সমর্থকরা শুরু থেকেই প্রচারে বাড়তি সময় পেয়ে প্রতিটি কেন্দ্র কমিটি গঠনের কাজও শেষ করেছে উঠান বৈঠকের কাজও চলছে অপরদিকে দলীয় মনোনয়ন পেতে গত রবিবার ( ডিসেম্বর) পর্যন্ত দলীয় কার্যালয়ে সময় ব্যয় করতে হয়েছে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তমিজ জিয়াউর রহমানের অবশেষে তমিজ উদ্দিনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় সোমবার (১০ ডিসেম্বর) পর্যন্ত কোন প্রচারে নামতে পারেন নি তমিজ উদ্দিন

অধিকাংশ বিএনপির নেতাকর্মী-সমর্থকরা তমিজ উদ্দিনকে দিয়ে এই আসনটি নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে অপরদিকে আওয়ামী লীগও আসনটি ধরে রাখতে মরিয়া হয়ে উঠছে

উল্লেখ্য, ১৬টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে ঢাকা-২০ আসন গঠিত আসনে ভোটার রয়েছে তিন লাখ ২০ হাজার ২২৩